আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নৌকা বাইচ অনুষ্ঠিত

রূপগঞ্জ প্রতিনিধি ঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকায় শীতলক্ষ্যা নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কায়েতপাড়া ইউনিয়নের সদস্য মোঃ ওমর ফারুক ভূইয়া এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেন। কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জায়েদ আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১, রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

এ নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে দুপুর ২ টার পর থেকে শীতলক্ষ্যার নীর এপার ওপার প্রায় ৩০ হাজার দর্শনার্থীরা জড়ো হন। এ নৌকা বাইছ প্রতিযোগিতায় অংশ নেন, ১০ জন প্রতিযোগী। এতে প্রথম স্থান অধিকার করেন সোনার তরি।

এসময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া (ইউপি) সদস্য বিউটি আকতার কুট্টি, কায়েতপাড়া ইউনিয়নের সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সেলিনা আকতার রিতা, জিন্নাত বেগম, আছমা আকতার প্রমূখ।