আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নৌকার মাঝি আওয়ামীলীগ থেকে চাই- খোকন সাহা

নৌকার মাঝি

নৌকার মাঝি

 

বন্দর প্রতিনিধি:
মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, স্থানীয় এমপি আমাদের নিয়ে ঈদ সামগ্রী বিতরণ করেনি। বিষয়টি খুব দুঃখজনক। এ জন্য দুঃখ পাওয়ার কিছু নেই। আপনারা দলকে শক্তিশালী করুন। দল শক্তিশালী হলে আমাদের আর কোন দুঃখ থাকবে না।
বুধবার বিকেলে বন্দর উপজেলার মদনগঞ্জ বাসস্ট্যান্ডে বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়নের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ১৭ বছর ধরে আমাদের দলে এমপি নেই। আমার অনেক কলিগ মন্ত্রী হয়েছে । এ ছাড়াও ১০ থেকে ১৫ জন এমপি হয়েছেন। নৌকার মাঝি আওয়ালীগ থেকে চাই। ৫টি আসন থেকে নৌকার প্রতিকের প্রার্থী দেওয়ার রব উঠেছে।
বঙ্গপসাগর দিয়ে সেতু বানানো সম্ভব। কিন্তু পদ্মা নদীতে সেতু বানানো খুব কঠিন কাজ। সে কঠিন কাজ আমাদের জননেত্রী শেখ হাসিনা করে দেখিয়েছেন। শেখ হাসিনা সরকার দেশের শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছেন।
অনেকে এমপি হওয়ার দিবাস্বপ্ন দেখছেন। আমি তাদেরকে বলব আপনারা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যাবেন বাস্তবে তা মিলবে না।
বাংলাদেশ আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান খোকনের সভাপতিত্বে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, মহানগর আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আবেদ হোসেন, বন্দর থানা আওয়ামীলীগ নেতা মোঃ কাইয়ুম, সাবেক জাতীয় ফুটবলার ও আওয়ামীলীগ নেতা আমান উল্ল্যাহ আমান, জহির উদ্দিন মুন্সি প্রমুখ।
ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জুয়েল, সোহেল, মিঠু, সোহেল, আলম, টনি, লিপ্পু, রাশেদ, স্বপন, মনির, জসিমউদ্দিন, রাসেল, ফারুকসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।