নবকুমার:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, নেপালের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সু সম্পর্ক রয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নত হচ্ছে। সিরামিক্স পোশাক এবং পাটজাত পণ্য নেপালে বাংলাদেশ রপ্তানি করছে। বঙ্গবন্ধুর কন্যা নেপালের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছে। নেপাল ভুটান ভারতের সঙ্গে বাংলাদেশের পরিবেশগত মিল রয়েছে।
তিনি বলেন, নেপালের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এভারেস্ট। প্রতিবছর এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচুর পর্যটক আসে। বাংলাদেশ থেকেও প্রচুর পর্যটক যায়। এভারেস্টের জন্য আমরা দক্ষিণ এশিয়ার মানুষ ধন্য। এভারেস্ট পর্বত আমাদের।
শুক্রবার ঢাকায় নেপালের দূতাবাসে নেপালের জাতীয় দিন উপলক্ষে আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, ১৯৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধে নেপাল বাংলাদেশকে সহযোগিতা করেছে। বাংলাদেশের যুবক যুবতীদের আশ্রয় দিয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী রাষ্ট্রকে গুরুত্ব দেয়। কখন শত্রু ভাবে না। সন্ত্রাস দমনে দক্ষিণ এশিয়ার দেশগুলো এক যোগে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ কে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছে।
এছাড়া অনুষ্ঠানের আয়োজন করে নেপালের দূতাবাস। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত সহ দূতাবাসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বেশ কিছু সময় নেপালের দূতাবাস অবস্থান করেন। তিনি উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন।