আজ শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নেত্রীর কাছে বিচার দেবে

বিএনপি মিথ্যাবাদীদের দল : হাই

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই বলেছেন, আজকে বিএনপির নেতৃবৃন্দ আওয়ামীলীগের বিরুদ্ধে শ্লোগান দেয়। তারাতো শ্লোগান দিবই কারণ তারা স্বাধীনতাকে বিশ^াস করে না। তারা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দিবস পালন করে না। বিএনপি ১৭ এপ্রিল মুজিব নগর সরকার দিবস পালন করে না। ১৭ এপ্রিল তো সবার জন্য। তারা এর কোনো জবাব দিতে পারবে না। তারা গণহত্যা দিবস পালন করে না। কারণ তারা স্বাধীনতা বিরোধী শক্তি নিয়ে রাজনীতি করে। বিএনপি একটি মিথ্যাবাদী এবং ষড়যন্ত্রকারীদের দল। এন্টি আওয়ামী লীগ ও স্বাধীনতা বিরোধী কিছু নেতাদের নিয়ে তারা এই দল গঠন করেছে। এই দলের জন্ম হয়েছিলো ১৯৭৮ সালে। বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে এই (বিএনপি) দলের জন্ম হতো না। বিএনপি ইতিহাসকে অস্বীকার করে। দুর্নীতির দায়ে তাদের নেত্রীর জেল হয়েছে। তার ছেলে পলাতক আসামী। সে বিদেশে বসে ভিডিও কনফারেন্সে দেশের বিরুদ্ধে মিথ্যাচার ও ষড়যন্ত্র করছে।
গত স্বাধীনতা দিবসে শহরের দুই নং রেলগেইট এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুল হাই আরও বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কাছে অনুরোধ নারায়ণগঞ্জে কারা রাজাকার ছিলেন,কারা শান্তি কমিটিতে ছিলেন তাদের তালিকা করেন। রাজাকারকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বানানো হচ্ছে। আজকে রাজাকারের ছেলে ইউপি চেয়ারম্যান হচ্ছে। ছিঃ তারা কিভাবে চেয়ারম্যান হয়। সেখানে কি আমাদের নৌকার লোক ছিলো না? আমাদের সংগঠনে কি লোকের অভাব পড়ছে? আমরা নেত্রীর কাছে যাবো এর বিচার দেবো। কি কারণে নারায়ণগঞ্জে নৌকা হারে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রাসেলের সঞ্চালনায় এসময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, সাবেক এমপি এড. হোসনে আরা বাবলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আসাদুজ্জামান , যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, উপ- দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ধর্ম বিষয়ক সম্পাদক ইসহাক সরকার, সাংস্কৃতিক সম্পাদক নুর হোসেন, মহিলা সম্পাদিকা মরিয়ম কল্পনা, সদস্য আমজাদ হোসেন, মো. শহিদুল্লাহ, শামসুজ্জামান ভাষানী, আবদুল কাদির ডিলার, শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।