আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘নেত্রীকে অভ্যর্থনা জানাবে’

টি.আই.আরিফ

রূপগঞ্জে আসবে সভানেত্রী। বদলে যাচ্ছে দৃশ্যপট। জেগে উঠেছে নেতাকর্মীরা। সাংগঠনিক শক্তি দেখাচ্ছে আওয়ামী লীগ। মাঠ ছাড়া বিরোধী দল। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নেতৃত্বে ঐক্যবদ্ধ রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাঠ চষে বেড়াচ্ছেন মন্ত্রী। গতকাল এক অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, আগামী ১ তারিখ ( ১ জানুয়ারি) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের রূপগঞ্জে আসবেন। আমরা তাকে রিসিভ করবো। তিনি আমাদের উদ্দেশে বক্তব্য রাখবেন। এবার বাণিজ্য মেলা জমে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রূপগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন ও পৌরসভা থেকে লোক যাবে প্রধানমন্ত্রীকে দেখতে।

স্পন্সরেড আর্টিকেলঃ