অনলাইন রিপোর্ট:
পিএসজি ফরোয়ার্ড নেইমার ক্লাবের ডাক্তারদের তত্ত্বাবধানে ব্রাজিলে তার পায়ের ইনজুরি থেকে সেরে ওঠার চিকিৎসা চালিয়ে যাবেন। ফরাসি ক্লাবটি এ তথ্য জানিয়েছে।
ব্রাজিল তারকা ২৩ জানুয়ারি স্ট্রাসবোর্গের বিরুদ্ধে ফরাসি কাপের খেলাটিতে এই ইনজুরিতে পড়েন। এ কারণে তাকে আরো সাত সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ক্লাবটি নিশ্চিত করে বিশ্বের সবচেয়ে দামি এই ফুটবলারের পায়ের ইনজুরিটি পুরনো যা তার বিশ্বকাপ খেলাকেই হুমকির মধ্যে ফেলেছিল।
পিএসজি এক বিবৃতিতে জানায়, ‘চিকিৎসার অংশ হিসেবে পিএসজি ১০ দিনের জন্য নেইমারকে ব্রাজিলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।’ ২৭ বছর বয়সী এই ফুটবলারের গতকাল বৃহস্পতিবারই ব্রাজিল রওয়ানা হওয়ার কথা।