রূপগঞ্জে নূরুল হক উচ্চ বিদ্যালয়ে ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে নূরুল হক উচ্চ বিদ্যালয়ে ৩১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার ভোলাব ইউনিয়নের পূবেরগাঁও আতলাপুর এলাকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা : ক্যাপ্টেন ( অব:) আবুল ফাতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন নারায়ণগঞ্জ-১আসনের সংসদ সদস্য গোলাম দসস্তগীর গাজী (বীর প্রতীক ) ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু মিয়া, ভোলাব ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান আশকারী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবু জাবের বাবুল, কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, এড.ইমদাদুল হক, এড, তায়বুর রহমান প্রমুখ।