আজ রবিবার, ২রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

নুরুল হক উচ্চ বিদ্যাল‌য়ের পুরস্কার বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার নুরুল হক উচ্চ বিদ্যাল‌য়ের ৩৩ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৯ মার্চ) বিকালে ভোলা‌বো ইউনিয়নের ‌পূ‌বেরগাঁও এলাকায় অবস্থিত বিদ্যালয়ের মাঠে  ‍পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী গ্রু‌পের উপ-ব্যবস্থাপনা প‌রিচালক ও যমুনা ব্যাংক প‌রিচালনা পরিষদের প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।
নুরুল হক উচ্চ বিদ্যাল‌য়ের প্র‌তিষ্ঠাতা প্র‌কৌশলী আলহাজ্ব নুরুল হক প্রধানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে
বিদ্যালয়ের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি বীরমুক্তি‌যোদ্ধা ডাক্তার ক্যা‌প্টেন (অবঃ) আবুল ফাতান,  রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য মো এমায়েত হোসেন, রূপগঞ্জ উপজেলা শ্রমিকলীগ নেতা মো মতিউর রহমান আকন্দ, ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো:আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক মো হাসান আশকারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আরজু মিয়া, গণবাংলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এড তাইবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাতুল আহমেদ খোকন, দৈনিক সংবাদচর্চার সম্পাদক মো: মুন্না খাঁন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন,রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, তারাব পৌরসভা ছাত্রলীগের সভাপতি আওলাদ, সাধারণ সম্পাদক মনির, সাংগঠনিক সম্পাদক মো মাহাবুব ভুঁইয়া উপস্থিত ছিলেন । প্রসঙ্গত নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের বড় ছেলে গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

স্পন্সরেড আর্টিকেলঃ