সংবাদচর্চা অনলাইনঃ
নারায়ণগঞ্জের বাম রাজনীতিতে অন্যতম বিব্রতকর ব্যক্তি হাফিজুল ইসলাম। হকার ইস্যুতে নিজের অবস্থান ও জোটের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার ভুমিকা নিয়ে বারংবারই দেখা গেছে ভিন্নতা। শেষবার তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির বৈঠকে সদস্যদের নাম ঘোষনা শেষে প্রকাশ্যেই রফিউর রাব্বীর সাথে বাদানুবাদে লিপ্ত হন সিপিবি নেতা হাফিজুল ইসলাম। শুধুমাত্র বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলার নেতা হওয়াতেই নীরবে তাকে সহ্য করে জোটের রাজনীতি চালিয়ে আসছেন অন্যান্য বাম সংগঠনের নেতারা।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ যখন শামীম ওসমানকে মনোনয়ন দেয় তখন জেলার প্রগতিশীল ধারার সকল রাজনৈতিক নেতৃবৃন্দ মেয়র আইভীকে সমর্থন দেন। বাম দলগুলোর ভেতর ওয়ার্কার্স পার্টি ও জাসদ ক্ষমতাসীন দলের সাথে জোটে আবদ্ধ হলেও নারায়ণগঞ্জের পরিস্থিতি ভিন্ন। সেসময় ক্ষমতাসীন দলের সাথে জোটে থাকা বাম দল ও অন্যান্য দলগুলো একতাবদ্ধ হয়ে মেয়র আইভির পক্ষে অবস্থান নেন। তাদের প্রত্যাশা একটি নিরাপদ নারায়ণগঞ্জ শহর তৈরীতে কাজ করবেন আইভী।
সেই ধারাবাহিকতায় মেয়র আইভি উদ্যোগ নেন ফুটপাত থেকে হকার উচ্ছেদের। কিন্তু পুনর্বাসন ছাড়াই হকারদের তুলে দেয়ার প্রতিবাদ করেন বাম নেতারা। প্রথমদিকে শান্তিপূর্নভাবে কর্মসূচী পালন করে আসছিলেন। কিন্তু এসকল হকার নেতারা যখন নিজেদের হকার্সলীগ পরিচয় দিয়ে শামীম ওসমানের নির্দেশে জোড়পূর্বক ফুটপাত দখল করতে যান তখনই বাধে ভয়াবহ সংঘর্ষ। প্রমান হয় বহিরাগত হকারদের প্রশ্রয় দিয়ে কতটা হিংস্র করে তুলেছে এই জেলার বাসিন্দারা। ফলস্বরূপ বহিরাগতদের আক্রমনে মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন বাংলাদেশের প্রথম নারী মেয়র সেলিনা হায়াৎ আইভী।
হকারদের এমন হিংস্র আচরণ দেখে সরে আসেন সকল বাম নেতাকর্মীরা। কিন্তু রয়ে যান কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম। এনিয়ে মেয়র ক্ষোভ প্রকাশ করলেও তাতে কর্নপাত করেনি সে। উলটো মেয়রকে একের পর এক অপবাদ দিয়ে গেছেন তিনি। এনিয়ে অন্যরা বিপক্ষ অবস্থান নিলেও হাফিজুল ইসলাম তার অবস্থান পরিবর্তন করেন নি।
জানা যায়, বাম গণতান্ত্রিক জোটে হাফিজুল ইসলামের হকার প্রীতির কারনে বেশ বিব্রত অন্যান্য নেতারা। এছাড়া জাতীয় কমিটির বিভিন্ন কার্যক্রমেও তার সাথে অনেকেরই সুসম্পর্ক নেই। কমিটির প্রধান আনু মুহাম্মদের সামনেই নারায়ণগঞ্জের প্রগতিশীল রাজনীতির অন্যতম নেতা রফিউর রাব্বীর সাথে তর্কে জড়িয়ে যাওয়ার মত কার্যক্রম হতাশ করেছে অনেককেই। আর এতে করে নীরবে তাকে এড়িয়ে চলাকেই শ্রেয় মনে করছেন জোটের অন্যান্য নেতারা।