আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিহত কুট্টি মেম্বারের দাফন সম্পন্ন

সন্ত্রাসীদের হামলা নিহত কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের (৭,৮,৯ নং ওয়ার্ড) মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৭ জুন) বাদ যোহর চনপাড়ায় ৫ নং মাঠে নিহতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে অংশ নেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, মন্ত্রীর বিশেষ সহকারী এমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি  কামরুল হাসান তুহিন,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের ,সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া,  রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলাসহ অনেকে।

নিহতের জানাজার নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত বুধবার (২৬ জুন) সকালে রূপগঞ্জ উপজেলার পশ্চিমগাঁও এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। নিহত বিউটি আক্তার কুট্টি পশ্চিমগাঁও এলাকার মৃত হাসান মুহুরীর স্ত্রী।

এদিকে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক  কুট্টির হত্যা কান্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। যারা এ হত্যা কান্ডের সাথে জড়িত তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দাবি করেছেন তিনি।

গোলাম দস্তগীর গাজী বলেন, কুট্টি ছিলেন মাদক ব্যবসায়ীদের গলার কাটা এবং আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। তার শূন্যতা আওয়ামী লীগে পূরণ হবে  না।

উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া বলেন, খুনিরা যে দলেরই হোক না কেন তাদেরকে খুঁজে বের করে কঠোর শাস্তি দিতে হবে।

রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা বলেন, কুট্টি সংগঠনের জন্য কঠোর পরিশ্রম করেছেন। তিনি মহিলা লীগের কর্মীদের আগলে রেখেছেন। আমরা নারীরা এ হত্যা কান্ডের সুষ্ঠু বিচার চাই।

এসময় আরো বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, ওসি মাহমুদুল হাসান। তারা বলেন, যতক্ষণ পর্যন্ত কুট্টি হত্যার খুনিরা গ্রেফতার না হবে ততক্ষণ পর্যন্ত প্রশাসন মাঠে কাজ করবে। সন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না।

 

স্পন্সরেড আর্টিকেলঃ