আজ বৃহস্পতিবার, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিষিদ্ধ হলেন মরগান

ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগানকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার আইসিসির পক্ষ থেকে তাকে এক ম্যাচ নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চলমান পাকিস্তানের বিপক্ষে  সিরিজের চতুর্থ ম্যাচে খেলতে পারবেন না তিনি।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও কম ওভার রেটের দোষে দুষ্ট হন মরগান। তাকে তাই এবার নিষিদ্ধ হতে হলো। এছাড়া তার ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। তার সতীর্থদের জরিমানা করা হয়েছে ম্যাচ ফির বিশ শতাংশ অর্থ।

মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচে মরগান মাত্র সাত ওভার স্পিন বল করান। আর এ কারণে ইনিংস শেষ করাতে তার দেরি হয়ে যায়।