আজ বৃহস্পতিবার, ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিষিদ্ধ হচ্ছে ম্যানসিটি!

অনলাইন রিপোর্ট

ম্যানচেস্টার সিটি পেট্রো ডলারের দাপটে গত সাত বছরে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা ঘরে তুলেছে । এর মধ্যে গত শনিবার লিভারপুলকে পেছনে ফেলে সর্বশেষ শিরোপাটি জিতেছেন পেপ গার্দিওলার শিষ্যরা। সে আনন্দে তারা এখন মাতোয়ারা। তাদের মূল লক্ষ্য এখন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। তবে লিগ শিরোপা জয়ের উৎসব শেষ হওয়ার আগেই একটি দুঃসংবাদ পেয়েছে সিটি।

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ নাও পেতে পারে তারা। তাদের বিপক্ষে আর্থিক জালিয়াতির অভিযোগ তুলেছে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। অভিযোগ সত্য হলে চ্যাম্পিয়নস লিগ থেকে সিটি এক বছরের জন্য নিষিদ্ধ হতে পারে বলে সোমবার রিপোর্ট প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

জার্মান ম্যাগাজিন ‘ডার স্টেইগেল’-এ প্রতিবেদন প্রকাশিত হয় যে নতুন করে আবারও ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ নীতি ভঙ্গ করেছে ইংলিশ ক্লাব ম্যানসিটি। এর পরই তাদের বিপক্ষে তদন্তে নামে উয়েফা। সিটির বিপক্ষে আর্থিক নিয়ম ভাঙার অভিযোগ নতুন নয়। এর আগে ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ নীতি ভাঙার দায়ে অভিযুক্ত হয়ে জরিমানাও দিয়েছিল তারা।