আজ শনিবার, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিগত ১৫ বছরেও আলমগীরের নামে কোন মামলা ছিলো না,তবে কেন নির্মম হত্যা- রাজিব

নির্মম হত্যা

নির্মম হত্যা

 

 

নিজস্ব প্রতিবেদক: সোনারগাঁ থানা জাতীয়তাবাদী তরুন দলের সভাপতি আলমগীর বাদশা কে মাদক ব্যবসায়ী আখ্যায়িত করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিব বক্তব্যে বলেন বিগত ১৫ বছরে নিহত আলমগীরের নামে কোন মামলা ছিলো না। সে কোন মাদক ব্যবসায়ী নয়, তবে কেন এই নির্মম হত্যা ? এটি রাজনৈতিক প্রতিহিংসার বহিপ্রকাশ।

বৃহস্পতিবার (২৬শে জুলাই) বিকাল ৪টা ঘটিকার সময় চাষাড়াস্থ বালুর মাঠ সড়কে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানাওে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এ সব বলেন তিনি।

রাজিব আরো বলেন, যদি কোন বিএনপি নেতা অন্যায় কওে তবে তাকে আইনের আয়তায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত সরকারের। কিন্তু মিথ্যা অপবাদ দিয়ে রাজপথের একজন নিঃস্বার্থ্য বিএনপি’র কর্মীকে এভাবে নির্মম ভাবে হত্যা করা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বহিভুত। যেখানে আইনের সুশাষণ নেই, যেখানে শুধু একদলীয় সরকার থাকতে চায়, সেখানে রাষ্ট্রের কোন মানুষই নিরাপদ নয়। আমরা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানাই সরকারের প্রতি। পাশাপাশি সকল নৈরাজ্য বন্ধ করে বিএনপি’র নেতাকর্মী হত্যা করা বন্ধ করার আহবান জানান তিনি।

তাছাড়া সোনারগাঁয়ের তরুন প্রজন্মের অহংকার তরুন দলের সভাপতিকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে কেন হত্যা করা হয়েছে তা একমাত্র সরকারই ভালো জানেন। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি আলমগীর বাদশা সাথে জমি সংক্রান্ত বিরোধের ছিলো। তাই জেরে প্রতিহিংসায় এই নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই নির্মম হত্যাকান্ডের।

প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল আলম সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাখাওয়াত রানা, মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ, জেলা যুবদল নেতা সাদেকুর রহমান প্রমুখ।