সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। নির্বাচনে কোন সহিংসতা হতে দেব না। আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত অাছে।
শনিবার সোনারগাঁ ও বন্দর থানা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হারুন বলেন,মাদক, জঙ্গীবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে থাকবে। কাউকে ছাড় দেয়া হবে না।
এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম,মো. মামুন,অফিসার ইনচার্জ মোর্শেদ আলম,সেকেন্ড অফিসার সাধন চন্দ্র বষাক প্রমুখ।