আজ বুধবার, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচন কমিশনকে মেরুদন্ডহীন আখ্যা সাখাওয়াতের

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, নির্বাচন সুষ্ঠ করার জন্য বর্তমান কমিশনের কোন দায়িত্বশীলতা নাই। আইনজীবীদের স্বার্থে নির্বাচণ সুষ্ঠ করা নির্বাচণ কমিশনের অন্যতম দায়িত্ব। কিন্তু নির্বাচনে মেরুদন্ডহীন কমিশন নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত হুমায়ুন-জাকির প্যানেলের প্রার্থীদের নিয়ে প্রচারণা শেষে তিনি এসব কথা বলেন।

এ সময়ে বিএনপি নেতারা প্রধান নির্বাচণ কমিশনআর এডভোকেট আখতার হোসেনকে দেখে ভূয়া কমিশন, ভূয়া কমিশন বলে শ্লোগান দিতে থাকেন।

প্রচারণায় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এডভোকেট জাকির হোসেন, এডভোকেট আব্দুল হামিদ খান ভাষানী, সভাপতি প্রার্থী সরকার হুমায়ুন কবির, সেক্রেটারী প্রার্থী আবুল কালাম আজাদ জাকির প্রমুখ।

আরকেএন/এসএএইচ