আজ রবিবার, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন ইস্যুতে গুম আতঙ্কে রূপগঞ্জ

নির্বাচন ইস্যুতে গুম

নির্বাচন ইস্যুতে গুম

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ শীতলক্ষা নদীর তীরে গড়ে ওঠা শিল্প অঞ্চল খ্যাত রাজধানীর পার্শবর্তী নারায়ণগঞ্জের অতিগুরুত্বপূর্ণ উপজেলা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গরম হচ্ছে রূপগঞ্জের রাজনীতির মাঠ। নারায়ণগঞ্জ ১ আসনটি সকল দলের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জে গুম অপহরণে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে সাদা পোশাকে ডিবি পরিচয় দানকারী পুলিশের সংখ্যা।  বাড়ছে কালো হাইয়েস গাড়ি যার মাধ্যমে রূপগঞ্জের জনপ্রিয় রাজনৈতিক নেতা-কর্মী ,ব্যবসায়ী ,সমাজ সেবকদের অপহরণের ঘটনা।
অনুসন্ধানে দেখে গেছে সাদা পোশাকে যারা ডিবি পরিচয় দিচ্ছে তারা আসল ডিবি পুলিশ নয়। সম্প্রতি রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের যুবলীগের সভাপতি সফিকুল ইসলাম বাদল ,ছাত্রলীগ সভাপতি শাকিল,যুবলীগ কর্মী শাকিল কে সাদা পোশাকে ডিবি পরিচয় দান কারি পুলিশ সদস্যরা কপালে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করে।

অপহরনের প্রতিবাদে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী বিক্ষোভে ফেটে পড়ে তাদের ভাই কে ফিরে পেতে। তারা রূপগঞ্জের মহাসড়কে অবরোধ করে। মিডিয়ার মাধ্যমে বাদলের অপহরণের বিষয়টি প্রতিবাদের ঝড় তোলে ।  তোপের মুখে পড়ে অপহরণ কারীরা যুবলীগ নেতা বাদল, শাকিল, ছাত্রলীগ নেতা শাকিলকে অমানবিক নির্যাতন করে রাত ২টার দিকে আশুলিয়া ফেলে রেখে যায়।  ঐ ঘটনার পর থেকে রূপগঞ্জ বাসির মধ্যে গুম এবং অপহরণ আতঙ্ক বিরাজ করছে।
বাদলসহ ৩ জনকে পুলিশ পরিচয়ে তুলে নেয়ার বিষয়টি র‌্যার, ডিবি পুলিশের দায়িত্বরত কর্মকর্তাদের জানালে তারা অস্বীকার করে।

সম্প্রতি বাদল অপহরণের পর থেকে রুপগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সাদা হাইসে অস্ত্রধারী লোকজনের আনাগোনা বৃদ্ধি পেয়েছে।  এতে জনমনে ভিতীকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।  জানা গেছে নির্বাচনেকে সামনে রেখে রূপগঞ্জে বেশ কয়েকটি ভূমিদস্যু মাফিয়া চক্র সক্রিয় হয়ে উঠেছে। এদের মধ্যে কেউ কেউ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছে।  রাজনৈতিক প্রতিপক্ষে ঘায়েল করার জন্য জনবিছিন্ন ভূমিদস্যুরা গুম অপহরণের পথ বেছে নিয়েছে বলে অভিযোগ ওঠেছে।

সরেজমিনে দেখা গেছে বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে রূপগঞ্জে রাস্তা ঘাট স্কুল কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির,ব্রিজ ফ্লাইওভারসহ চোখে পড়ার মত ব্যাপক দৃশ্যমান উন্নয়ন করেছেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।
রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতারা অভিযোগ করে বলছে গোলাম দস্তগীর গাজীর জনপ্রিয়তার কাছে হার মেনে একটি ভূমিদস্যু চক্র চক্রান্ত করে আওয়ামী লীগের জনপ্রিয় নেতাকর্মীদের অপহরণের মাধ্যমে গোলাম দস্তগীর গাজীর হাতকে দুর্বল করার চেষ্টা করছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, নির্বাচন ইস্যুতে মাফিয়া ভূমিদস্যু চক্র মাথা চারা দিয়ে ওঠেছে। তাতে রূপগঞ্জ বাসি গুম –অপহরণ আতঙ্কে রয়েছে। প্রশাসনকে অবিলম্বে রূপগঞ্জে ভুয়া সাদা পোশাকে ডিবি পরিচয় দান কারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। জনগণের বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম বলেন, এ ধরনের কোন বিষয় আমাদের জানা নেই। তবে এমন কাউকে সন্দেহ হলে নিকটস্থ থানায় জানাতে হবে। তারা কাউকে অপহরণ করার চেষ্টা করে তাদেরকে ধরে পুলিশে দিতে হবে।

গুম বা অপহরনের ব্যাপারে রুপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান সংবাদচর্চাকে জানান যদি কেউ এই ধরণের সমস্যার সম্মুখীন হয়, তাহলে অবশ্যই তাকে চ্যালেন্জ করতে হবে  এবং তার পরিচয় নিশ্চিত করতে হবে যে তারা প্রশাসনের লোক কিনা  । ্তাছাড়া এই ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করলে তার তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ