আজ শুক্রবার, ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচন ইস্যুতে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: এসপি হারুন

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, নির্বাচন কে ইস্যু করে কেউ যদি ফেসবুকে গুজব ছড়ায় তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে নারায়ণগঞ্জের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হারুন বলেন, সকল প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে হবে। কেউ বিধি লঙ্ঘন করলে তাকে ছাড় দেয়া হবে না। নারায়ণগঞ্জ পুলিশ সর্বদা নিরপেক্ষ দায়িত্ব পালন করছে।

তিনি প্রার্থীদের উদ্দেশে বলেন, আপনারা সতর্ক থাকবেন। কোন ঘটনা নিজে খোঁজ নিবেন, দেখবেন, জানবেন এবং নিশ্চিত হবেন,  তখন আমরা আপনাদের সহযোগিতা করব।

তিনি বলেন, একটি চক্র নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে। তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা নির্বাচন অফিসার আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিন হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল বারী সহ জেলার সকল রিটানিং অফিসার ও সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্পন্সরেড আর্টিকেলঃ