নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০১৮ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আদালত প্রাঙ্গনে ভোট প্রার্থনা করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক সম রেজাউল করিম ও জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ।
সোমবার (১৬ এপ্রিল) সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেল এর পক্ষে আদালত পাড়ায় বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০১৮ উপলক্ষে প্রচারনা চালান এবং আইনজীবিদের কাছে তারা ভোট প্রার্থণা করেন।
আগামী ১৪ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিপি ওয়াজেদ আলী খোকন, এড. আনিসুর রহমান দিপু, এড. খোকন সাহা, এড. হাবিব মুজাহিদ আল পলু প্রমুখ।