সংবাদচর্চা অনলাইনঃ
নিরাপদ নৌ-পথ চাই সংগঠনের সভাপতি এডভোকেট আহসানুল করিম বাবুল বলেছেন, অভিজ্ঞ লোক ছাড়া নৌযান পরিচালনার কারনে দূঘটনা ঘটে। আমাদের মনে রাখতে হবে কোন বার্বুচি বা সারেঙ্গ ছাড়া কেউ নৌযান চালাতে পারবে না। তাহলে র্দূঘটনা কমানো সম্ভব।
বৃহস্পতিবার সকালে নগরীর খানপুর বরফকল এলাকায় নিরাপদ নৌ পথের দাবিতে নিরাপদ নৌ পথ চাই সংঘঠনের মানববন্ধন সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এর আগেও আমরা বিভিন্ন সময় বিআইডব্লিউতে জেলা প্রশাসনের কাছে স্মারকলীপি দিয়েছি কিন্তু কোন কার্যকরী পদক্ষেত তারা নেয়নি। মানসম্মত লঞ্চ সার্ভিস চালু করে অতিরিক্ত যাত্রী এবং অতিরিক্ত মালামাল পরিবহন বন্ধের উদ্যোগ নেওয়ার দাবী জানান তিনি।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাহাজী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর কবির বকুল, শ্রমিক নেতা সবুজ শিকদার প্রমুখ।