আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নিরাপত্তা ব্যবস্থার কোন ঘাটতি নেই-এসপি মনিরুল

সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। বড় দিনের উৎসব শুধু খ্রিস্টান সম্প্রদায়ের নয়, এই উৎসব সবার। এইজন্যেই কিন্তু আমরা আজকে এসেছি। আমরা বাঙালি জাতি যুগ যুগ ধরে এইভাবেই বড় হচ্ছি। ঈদ, পূজো কিংবা যে ধর্মেরি অনুষ্ঠান হক না কেন আমরা সবাই একসাথে সেই উৎসবগুলো পালন করে আসছি।

বুধবার(২৫ ডিসেম্বর)’বড়দিন’ উপলক্ষে সকালে খ্রিস্টধর্মলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে কালিবাজার সংলগ্ন ব্যাপ্টিস্ট চার্চে তিনি এ কথা বলেন।

পুলিশ সুপার বলেন,প্রতিটি ধর্মের মূলকথা হচ্ছে মানবকল্যাণ। তেমনি করে এই ধরায় মানবতা ছড়িয়ে দেবার জন্যে আজকের এই দিনে যিশুর আগমন। ধর্মের যে চিরন্তন আহবান এটা ছড়িয়ে পরুক সবার মাঝে। আজকের এই উৎসব সবাই যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সেজন্য আমরা পর্যাপ্ত ভাবে নিরাপত্তা ব্যবস্থা করেছি। নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি নেই।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সুবাস সাহা, অতিরিক্ত পুলিশ সুপার(ক অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী,পাস্টর লিওনার্ড বিধান রায়,চার্চ সেক্রেটারি ফ্রান্সি লিয়াগোমেজ,সম্পাদক অরবিন্দ হালদার,কোষাধক্ষ্য রনি বিশ্বাস প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ