সংবাদচচা রিপোর্ট:
ফতুল্লার নিতাইগঞ্জে সড়ক দখল করে ট্রাক সহ অবৈধ গাড়ি পাকিং উচ্ছেদ করা হয়েছে। ২৩ এপ্রিল দুপুরে পুলিশ এ অবৈধ ট্রাক পাকিং উচ্ছেদ করে।
নিতাইগঞ্জ সড়কে ট্রাক পাকিংয়ের ফলে সব সময় যানজট লেগেই থাকে। এ সড়কে মানুষের দুর্ভোগের শেষ নেই। আজ কের উচ্ছেদ অভিযানের ফলে নিতাইগঞ্জ সড়ক অনেকটা ফাকা হয়ে গেছে। মানুষ নিভিগ্নে চলাচল করতে পারছে।
এদিকে গাড়ি পাকিং উচ্ছেদের কারণে মাল লোড আনলোডে বিপাকে পড়েছে ব্যবসায়ীরা। ট্রাক সংকট দেখা দিয়েছে।