আজ শনিবার, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

যারা নিজ ধর্মকে সম্মান দিতে জানে না তারা অন্যের ধর্মকেও কখনো সম্মান করবে না- রাব্বী মিয়া

নিজ ধর্মকে সম্মান দিতে

নিজ ধর্মকে সম্মান দিতে

 

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া বলেছেন, যে কোন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমার ভালো লাগে। কেননা এসকল অনুষ্ঠানে ধর্ম, ¯্রষ্টা, সৃষ্টি সম্পর্কে অনেক কিছু জানা যায়। যারা নিজ ধর্মকে সম্মান দিতে জানে না তারা অন্যের ধর্মকেও কখনো সম্মান করবে না। সুতরাং আমাদের প্রক্যেকের উচিত নিজ ধর্মের প্রতি আনুগত্য হওয়া।
শনিবার (১৪ জুলাই) বিকেলে শহরে দেওভোগ লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার জগন্নাথ দেবের মন্দিরে পবিত্র রথযাত্রা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাব্বী মিয়া বলেন, সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। আগেই যদি ভাবি আমি মুসলিম, হিন্দু কিংবা অন্য কোন ধর্মের। তাহলে এটা ঠিক হবে না। এতে আমাদের মধ্যে শুরুতেই মতভেদের জন্ম দিবে।
জেলা প্রশাসক আরও বলেন, পিতা মাতা হচ্ছেন বড় পীর আওলিয়া। তাই সর্ব প্রথম পিতা মাতাকে সম্মান করতে হবে। আর প্রতিটি পরিবারের উচিত সন্তানদের ধর্মীয় মূল্যবোধের সাথে গড়ে তোলা। সন্তানদের শিষ্ঠাচার শিখাতে হবে। নিজের সন্তান ভালো না হলে পৃথিবীর সমস্ত সন্তান ভালো হলেও আপনার কিছু আসে যায় না। সুতরাং আগে নিজের সন্তানকে মানুষ করতে হবে।
এবারের রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেট্রো নীটিং এন্ড ডাইং মিলস এর ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্থাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি পরিতোষ কান্তি সাহা, দেওভোগ শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের অধ্যক্ষ হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাস।

স্পন্সরেড আর্টিকেলঃ