নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি মানুষের কল্যানে কাজ করেছি, আমি দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করেছি। যখন একটি রাস্তা করেছি সেই রাস্তা দিয়ে আওয়ামী লীগ, জামাত-বিএনপিসহ সকল দলের লোকজনই হাটা চলা করছে। এটা ছিল আমার একটা নীতিবোধ, আমাকে ওই মেয়রের চেয়ারে বসে সকলের জন্যই কাজ করতে হয়। আমি অবশ্যই মানুষকে বলবো আমার দল আওয়ামী লীগ জনগনের জন্য কাজ করে। আমি যখন থেকে দায়িত্ব নিয়েছি এবং যতক্ষ পর্যন্ত নগর ভবনে থাকব আমি নারায়ণগঞ্জের সকলের জন্যই কাজ করবো। রবিবার বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
মেয়র আইভী বলেন, আমার শক্তির উৎস্য আমার জনগণ, আমার সততা, আমার কমিটমেন্ট। সারা বাংলাদেশে রাজনীতিতে পেশী শক্তি ও অর্থের প্রয়োজন হলেও স্রোতের বিপরীতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন একটি উদাহরণ। এখানে ঘুষ ছাড়া কাজ করা যায়, টাকা ছাড়া কাজ হয়। ভালবাসা দিয়ে কাজ করে যায় নগরবাসী। রাজনৈতিক নেতাদের সবচেয়ে বড় জিনিস হল কমিটমেন্ট। কমিটমেন্টই পারে জনগনের ভালোবাসা যোগাতে। আমি নারায়ণগঞ্জের মানুষের আস্থা অর্জন করেছি বলেই জনগন আমাকে দ্বিতীয় বারের মত নির্বাচিত করেছে। আমি নারায়ণগঞ্জের অনেক স্থাপনা উচ্ছেদ করেছি। আমি কিছু করতে না পারলে তা মুখের উপর না বলে দিয়েছি। আমার কথা হলো যা আপনি পারবেন তাই আপনি কমিটমেন্ট করবেন।
নগরমাতা বলেন, দলের ভিতের কোন্দল থাকবেই, আমি এটাকে কখনোই কঠিন ভাবে নেইনি। আমি সব সময়ই এগুলো থেকে নিজেকে আড়াল করে রেখেছি। যখন আমার মনে হয় যে না আমার কথা বলার প্রয়োজন নেই, আমি অন্যকে কথা বলার সুযোগ করে দেই। আমাকে এ পদে ঐ পদে দিতে হতে হবে এমনটা নয়। আমি এগুলো নিয়ে কখনোই কথা বলি না।
এক প্রশ্নের জবাবে নাসিক মেয়র বলেন, রাজনীতিবীদরা কিন্তু যে কোন সময় মানুষের কল্যানে কাজ করে। সে যে দলেরই হোক না কেন সে মানুষের কল্যানে পাশে দাড়াঁয়। যে কোন দুর্যোগে সবার আগে সর্ব প্রথম কিন্তু রাজনৈতিক নেতাদেরাই পাশে ধারায়। প্রতিটি মানুষের আলাদা বোধ শক্তি আছে, আলাদা পরিকল্পনা আছে। রাজনীতিতে দলা দলী আছে মতাদর্শের ভিন্নতা আছে, নেগেটিভ পজিটিভ ব্যাপার আছে। আমাদের বাংলাদেশ একজন আরেক জনের পিছনে লেগে থাকে। যাই হোক মানুষের কল্যানে কিন্তু ঐ রাজনীতিবীদরাই সর্ব প্রথম মানুষের পাশে দাড়াঁয়।