আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নিউজিল্যান্ডে হামলার ঘটনায় ইব্রাহিম আহম্মেদ বাবুর শোক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আহম্মেদ বাবু। একই সঙ্গে, তিনি আশা প্রকাশ করে বলেছেন, ‘নিউজিল্যান্ড সরকার বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে।’

মঙ্গলবার (১৯ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, নিউজিল্যান্ডের স্থানীয় সময় দেড়টায় সন্ত্রাসী হামলায় অনেক মানুষ হতাহত হয়েছেন। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।

নারায়ণগঞ্জ মহানগর ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এই সন্ত্রাসী ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। এই হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করছি।’

ইব্রাহিম আহম্মেদ বাবু বলেন, ‘আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, নিরাপদে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা গন্তব্যস্থলে ফেরৎ আসার জন্য। আমি আশা প্রকাশ করছি, নিউজিল্যান্ডের সরকার বাংলাদেশের খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে।