সংবাদচর্চা রিপোর্ট :
সাংবাদিক দীল মোহাম্মদ দীলুর মেয়ে খাদিজা ইয়াসমিন আশা আর নেই। গত কয়েক বছর ধরেই মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন খাদিজা ইয়াসমিন আশা। তার চিকিৎসায় আপ্রান চেষ্টা চালিয়ে গেছে তাঁর পরিবার।
উন্নত চিকিৎসা সেবা দিতে তার পিতা একাধিকবার ভারতেও নিয়ে যায়। তবে সব চেষ্টা ব্যর্থ হয়। গতকাল রাত সোয়া ৮টায় সকলকে অশ্রুজলে ভিজিয়ে তিনি ইহকাল ত্যাগ করেন। উল্লেখ্য, খাদিজা ইয়াসমিন আশা দৈনিক সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীবের বোন । তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক সংবাদচর্চা পরিবার।