সংবাদচর্চা রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। আজ নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকা প্রতীকের প্রত্যাশায় মনোনয়নপত্র কিনেছেন আওয়ামী লীগের জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু।
বিকেলের দিকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ধানমন্ডির ৩২ নম্বর থেকে দলীয় সভানেত্রীর কার্যালয় হতে তিনি মনোনয়নপত্র ক্রয় করেন।
আনিসুর রহমান দিপু আশাবাদী সার্বিক দিক বিবেচনায় দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনিত করবেন। তিনি প্রত্যাশা করেন, বন্দর-সদর আসনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন।