আজ শনিবার, ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জ ৪ আসনে হঠাৎ নীরব আ.লীগের মনোনয়ন প্রত্যাশীরা

সংবাদচর্চা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে ভোটের হাওয়া বইছে। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত পথে ঘাটে চায়ের দোকানে অফিসে চলছে ভোটে আলোচনা।

ফতুল্লা সিদ্ধিরগঞ্জ নিয়ে নারায়ণগঞ্জ ৪ আসন গঠিত। শিল্প অঞ্চল হওয়ায় নারায়ণগঞ্জ ৪ আসনে রয়েছে শ্রমিকদের বিশাল ভোট ব্যাংক।
গত কয়েক মাস যাবত নারায়ণগঞ্জ ৪ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীদের জোড় লবিং তদবির শুরু হয়েছে।
যাদের নাম শুনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছে এমপি শামীম ওসমান, শ্রমিক নেতা কাউছার আহমেদ পলাশ ,আ.লীগ নেতা কামাল মৃধা সাবেক এমপি সাহারা বেগম কবরি ।

সম্প্রতি শ্রমিক নেতা পলাশের বাড়িতে আ.লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিশ্রাম নেওয়ায় শামীম ওসমানের জন্য বৈরী হাওয়া বইছে বলে জানান পলাশ সমর্থকরা।

বেশ কিছু পত্রিকায় জনপ্রিয় শ্রমিক নেতা পলাশের বিরুদ্ধে অদৃশ্য শক্তির মদদে লেখালেখি করছে সংবাদ সম্মেলন ডেকে পলাশ তা জানান।
সংবাদ সম্মেলনের পর থেকে পলাশ অনেকটা নীরব হয়ে গেছে। আগামী নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোন কিছু বলছে না।

দীর্ঘ বিরতির পর আ.লী নেতা কামাল মৃধা আগামী নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে তার অবস্থান পরিষ্কার করছে। তিনি নৌকার পক্ষে গণসংযোগও করেছেন। কিন্তু কর্মী বাহিনী না থাকায় কামাল মৃধা অনেকটা নিরব হয়ে পড়ছেন।ফতুল্লা সিদ্ধিরগঞ্জে তার কোন পথ সভা দেখা যাচ্ছে না।
নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি নায়িকা সাহারা বেগম কবরী প্রকাশ্যে আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা না জানালেও একটি সাক্ষাত কারে তিনি বলেছেন নারায়ণগঞ্জে শামীম ওসমানের চেয়ে এখনো তিনি জনপ্রিয়।

ফতুল্লা সিদ্ধিরগঞ্জের বর্তমান এমপি ওসমান পরিবারের অন্যতম সদস্য শামীম ওসমান। শামীম ওসমান হাকার ইস্যুতে সিটি মেয়র আইভীর উপর হামলার পর থেকে নানা কারণে আ.লীগের নেতাকর্মীদের কাছে বিতর্কীত হয়েছে। সেই থেকে শামীম ওসমান অনেকটা নিজ নির্বাচনী এলাকায় নীরব রয়েছে।
জানা গেছে পলাশ, কামাল মৃধা,শামীম ওসমান নীরব থাকায় তাদের সমর্থকরা অনেকটা হতাশায় রয়েছে।
কেউ নতুন করে বির্তকে জড়াতে চাচ্ছে না। একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে না। সবাই দলীয় প্রধানের দিকে চেয়ে আছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে, আ.লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে আ.লীগের মনোনয়ন প্রত্যাশীরা নিশ্চুপ হয়ে বসে রয়েছে।হয়ত মনোনয়ন প্রত্যাশীরা তাদের কৌশল পরিবর্তন করছে । কেউ কারো অবস্থান সম্পর্কে জানতে না পারে।

সর্বশেষ সংবাদ