সংবাদচর্চা রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
২৮ নভেম্বর বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক রাব্বি মিয়ার কাছে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মনোনয়ন পত্র জমা দিয়েছে।
জানাগেছে, কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে দুজনকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে। তারা হলেন, জেলা বিএনপির সহ সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও জেলা বিএনপির সহ সভাপতি ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আবু জাফর।
ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর। ২৮ নভেম্বর নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন দাখিলের শেষ সময়। আগামী ০২ ডিসেম্বর প্রার্থী যাচাই বাছাই করা হবে। এবং ০৮ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়।