নারায়ণগঞ্জ- ৩ (সোনারগাঁ) আসনে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।
সোমবার (১২ নভেম্বর) সকালে ১২ টায় রাজধানী ঢাকার নয়াপল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ তারিখ আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর। তবে প্রার্থীদের মনোনয়নপত্র বাঁছাইয়ের ও প্রত্যাহারের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।