সংবাদচর্চা রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পত্র জমা দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
২৮ নভেম্বর বুধবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি জেলা প্রশাসক রাব্বি মিয়ার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
জানাগেছে, এই আসনে বিএনপি ৩ জনকে মনোনয়নের চিঠি দিয়েছে। সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর ও বিএনপি নেতা মাহামুদুর রহমান সুমন।
ঘোষিত তফসিল অনুসারে নির্বাচনের তারিখ ৩০ ডিসেম্বর। ২৮ নভেম্বর নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন দাখিলের শেষ সময়। আগামী ০২ ডিসেম্বর প্রার্থী যাচাই বাছাই করা হবে। এবং ০৮ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়।