আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জ-১ আসনে মনোনয়নপত্র কিনলেন কাজী মনির

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে

রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকেসংবাদচর্চা রিপোর্ট:

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বিএনপির মনোনয়ন পত্র বিক্রি শুরু হয়েছে। সোমবার রাজধানীর নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয় থেকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়ন ফরম কিনেছেন জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান।

কাজী মনির এই আসনে এর আগে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন।

এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ তারিখ আগামী ৩০ ডিসেম্বর নির্ধারণ করে পুনঃতফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ নভেম্বর। তবে প্রার্থীদের মনোনয়নপত্র বাঁছাইয়ের ও প্রত্যাহারের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।

স্পন্সরেড আর্টিকেলঃ