নবকুমার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচা বাছাইয়ের ফল প্রকাশ করেছে রির্টানিং কর্মকর্তা । রবিবার নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটানিং কর্মকর্তা রাব্বী মিয়া।
রূপগঞ্জে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছে। তার মধ্যে ২ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। বাতিলের মধ্যে রয়েছে স্বতন্ত্র প্রার্থী রেহানা আফজাল ও জাকের পার্টির প্রার্থী মাহফুজুর রহমান। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বরে। প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।