সংবাদচর্চা রিপোর্ট:
মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু তথা ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সড়কের বেহাল দশা। এই সড়কের এতটাই বেহাল দশা যেন দেখার কেউ নেই এমনটাই অভিমত স্থানীয় বাসিন্দাদের।
খোজ নিয়ে জানা যায়, মুক্তারপুর সেতুর আগে ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরির গেইট সংলগ্ন সড়কটি এখন একটি মৃত্যু কুপে পরিণত হয়েছে। যেখানে পবিত্র ঈদকে কেন্দ্র করে বর্তমান সরকার মানুষের দুর্ভোগ কমানোর জন্য প্রতিটি সড়কের সংস্কার কাজ করেছে সেখানে অতি গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল দেশা দেখে স্থানীয়রা ঠাট্টার ছলে বলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের কাছ থেকে অনুদান হিসেবে একটি ফেরি চেয়ে নিবেন এই সড়কটিতে পারাপারের জন্য।
পবিত্র ঈদের দ্বিতীয় দিন সরেজমিনে গিয়ে দেখা গেছে ঢাকা মুন্সিগঞ্জ মুক্তারপুর সেতুর আগে ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরির গেইটের সামনের সড়কটিতে বিশাল এক খালে পরিণত হয়েছে। যখনই কোন যানবাহন কিংবা অটো রিক্সা এই স্থান হয়ে যেতে চায় ঠিক তখনি যত বিপত্তি ঘটছে। সড়কের এই খালটি পারাপার হতে প্রতিনিয়ত দুর্ঘটনায় পতিত হচ্ছে সাধারণ অটো চালক থেকে শুরু করে অন্যান্য যানবহান বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, চাঁদ রাত থেকে শুরু করে ঈদের তৃতীয় দিন পর্যন্ত এই সড়কের যানজট অন্যন্য দিনের তুলনায় চোখে পরার মতো। ওই একটি গর্তের জন্য যানবাহন গুলো ধীরে চলো নীতি অবলম্বন করে যার ফলে সড়কটিতে তৈরী হচ্ছে দীর্ঘ যানজটের এমনটাই ধারণা তাঁদের। দ্রুত সময়ের মধ্যে এই সড়কটির পুন:সংস্কারের দাবী জানিয়ে এলাকাবাসী এই প্রতিবেদককে বলেন, আমাদের এই এলাকাটি শামীম ওসমানের নির্বাচনী এলাকা। তার মতো একজন প্রভাবশালী নেতা আমাদের এমপি থাকাবস্থায় এই এলাকার সড়কের এমন করুন দশা তা কেউ মেনে নিতে পারছেন না। অনেকেই অভিমত ব্যক্ত করে বলেন, সংসদ সদস্য শামীম ওসমান আমাদের এই দুর্ভোগের কথা জানেন কিনা সেটাও এলাকাবাসী নিশ্চিত করে বলতে পারছেন না। অনেকেই অভিযোগ করে বলেন এই দায়িত্ব শুধুই সংসদ সদস্যের এমনটা নয়। এই এলাকার চেয়ারম্যান হলো সাইফু উল্লাহ বাদল। তারও কিছু দায়িত্ব রয়েছে। নির্বাচনের আগে ভোট চাইতে এসেছে বার বার অথচ দীর্ঘ দিন ধরে আমাদের এই করুন দশা তিনি ও তার নেতৃবৃন্দরা দেখেও যেন না দেখার ভান করে আছেন।