আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জ মুক্তিযুদ্ধের সূতিকাগার : এসপি হারুন

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সূতিকাগার নারায়ণগঞ্জ। এখানে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সুত্রপাত হয়েছে।

শুক্রবার এশিয়ান টিভির ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন,

হারুন অর রশীদ বলেন, আইন শৃঙ্খলা রক্ষার পূর্ব শর্ত হচ্ছে পুলিশের সাথে নাগরিকদের নিবিড় সম্পর্ক স্থাপন করা। নারায়ণগঞ্জের মাটিতে কোন মাদক সন্ত্রাসী ফুটপথ দখল কারীর স্থান হবে না।

তিনি বলেন, স্বল্প সময়ে এশিয়ান টিভি সারা দেশে বিস্তার লাভ করেছে। এশিয়ান টিভি দেশের কথা মানুষের বলতে শুরু করেছে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ,দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মুন্না খান, মানব জমিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি খালিদ আলামিন প্রমুখ।