আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জ মহিলা কলেজের ছাত্রী আহত

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের একজন শিক্ষকের বিরুদ্ধে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে । শিক্ষকের মারধরের শিকার শিক্ষার্থী ক্লাসরুমেই অচেতন হয়ে যায় বলে খবর পাওয়া গেছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে এই ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে কলেজেরই মাইক্রোবাসযোগে শহরের ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত শিক্ষার্থী তন্বী আক্তার ফতুল্লা ভূইগড় মাহমুদপুর এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে। সে সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী। এবং অভিযুক্ত শিক্ষক একই কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক সায়মন খন্দকার।

এদিকে শিক্ষার্থীকে মারধরের পুরো ঘটনাটিকে অস্বীকার করেছেন নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক মো. দবিউর রহমান।

তিনি বলেন, ‘মারধরের কোনো ঘটনা ঘটেনি। ছাত্রীটি আগের থেকেই অসুস্থ ছিলো। ক্লাসরুমে অচেতন হয়ে গেলে সাথে সাথেই তার অভিভাবক মাকে ফোন করি। তিনি জানিয়েছেন, তার মেয়ে আগের থেকেই অসুস্থ ছিলো। এবং তিনিই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। পরে হাসপাতালে নিয়ে যাই এবং চিকিৎসা দিয়ে নিয়ে এসে তার অভিভাবকের কাছে তুলে দিই।’

সর্বশেষ সংবাদ