সংবাদচর্চা রিপোর্ট:
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপি। শেষ দিনে আজ সাক্ষাৎকার অংশ নিয়েছে নারায়ণগঞ্জ বিএনপির ৩৫ জন মনোনয়ন প্রত্যাশী।
বুধবার (২১ নভেম্বর) সকাল হতে দলীয় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার শুরু হয়। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজও মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারায়ণগঞ্জ বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা বর্তমানে কার্যালয়ে অবস্থান করছেন। রাত ১০ টায় তারেক রহমানের সাথে সাক্ষাৎকার করবেন তারা।
এ বিষয়ে কার্যালয় অবস্থানরত বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, আমিসহ নারায়ণগঞ্জ থেকে আসা মনোনয়ন প্রত্যাশীরা বর্তমানে বিএনপির প্রধান কার্যালয়ে অবস্থান করছি। রাত ১০ টার দিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎকার হবে আমাদের।
তার আগে গত ৮ নভেম্বর নির্বাচন কমিশন কে এম নূরুল হুদা তফসিল ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর দলটির কেন্দ্রীয় ভাবে সিদ্ধান্ত নেয়া হয় এবারের নির্বাচনে তারা অংশ গ্রহণ করবে। নির্বাচনে অংশ গ্রহণ হিসেবে গত ১২ নভেম্বর সোমবার থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। তাই আজ সাক্ষাৎকারে অংশ গ্রহণে গিয়েছেন নারায়ণগঞ্জ মনোনয়ন প্রত্যাশীরা।