আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বস্ত্র ও পাট মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।

বুধাবার দুপুরে মন্ত্রী নারায়ণগঞ্জ শহরে সফরে যান। নারায়ণগঞ্জ সার্কিট হাউজে গোলাম দস্তগীর গাজী পৌছালে তাকে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বিপিএম(বার) ফুলেল তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন, মন্ত্রীর বিশেষ সহকারি এমদাদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার), অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোহাম্মদ নুরে আলম(পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার), অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও ট্রাফিক) সুবাস চন্দ্র সাহা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী জেলা পুলিশের সালাম গ্রহণ করেন ।