আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জ জেলা জুড়ে সহকারি শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সদর রূপগঞ্জ আড়াইহাজার সোনারগাঁও বন্দর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন করেছেন। এতে প্রায় ৫শ শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

আজ (১৪ মার্চ) বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ৫টি উপজেলার প্রায় ৫শ’ শিক্ষক-শিক্ষিকা বিভিন্ন ধরনের প্লেকার্ড ব্যানার হাতে এ মানববন্ধন করেন।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি সোহেব তারভীর ও সাধারন সম্পাদক লুৎফর রহমান শামীম এ মানববন্ধনে একত্বতা ঘোষণা করে সমিতির ব্যানারে শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে যোগ দেন।
মানববন্ধনে অংশগ্রহনকারীদের হাতে প্লেকার্ডে ও ব্যানারে শ্লোগান ছিল, প্রধানমন্ত্রীর অঙ্গিকার বাস্তবায়ন দরকার, আমরা সবাইি একজোট বেতন বৈষম্য দূর হোক চাওয়া মোদের একটাই ১১তম গ্রেডের বাস্তবায়ন চাই। শতভাগ পদোন্নতীসহ বেতন ১১তম গ্রেডে দিতে হবে।

এসময় একাধীক শিক্ষক-শিক্ষিকারা বক্তব্যে বলেন, সহকারী প্রধান শিক্ষকপদ সৃষ্টি না করা। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনী ইশতেহারে ঘোষিত যৌক্তিক বেতন বৈষম্য নিরশন করাসহ দ্রুত বাস্তবায়ন চাই। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে নন-ভেকেশনাল হিসেবে ঘোষণা করা। প্রাথমিক শিক্ষকদের সম্মানজনক টিফিন ভাতা প্রধান করা।
মানববন্ধন শেষে শহরের বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি বের করেন। এ র‌্যালি শেষ হয় চাষাঢা কেন্দ্রীয় মহীদ মিনারে এসে।