সংবাদচর্চা রিপোর্ট:
দীর্ঘ দিন পর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি কর্মসূচি ঘোষণা করেছে। একটি সুত্রের মাধ্যমে জানা গেছে শনিবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় সমাবেশ করবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এবার তাদের ইস্যু ভারতের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচার দাবি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ।
একই দাবিতে রোববার (১৩ অক্টোবর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় সমাবেশ করবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
প্রসঙ্গত বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ,মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি এড. আবুল কালাম এবং সাধারণ সম্পাদক এটিএম কামাল ।