আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
Important Notice: Dear Munna Khan, kindly settle Invoice #CIT-246357 ASAP. For any inquiries, feel free to contact us. Thank you! www.contriverit.com

না.গঞ্জে ৫২ বছর পর হাসি কান্নার সংবাদপত্র হকার্স সমিতির নির্বাচন

না.গঞ্জে ৫২ বছর

না.গঞ্জে ৫২ বছর সংবাদচর্চা রিপোর্ট
দীর্ঘ ৫২ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপলক্ষে সকাল থেকেই নির্বাচন কমিটি ভোট গ্রহণের আয়োজনে ব্যস্ত হয়ে পড়ে। সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোটাররা ঈদের খুশির মতো আনন্দ নিয়ে ভোট দিতে আসেন। সাথে অনেকেই স্ত্রী কন্যা পুত্রদের নিয়ে ভোট দিতে আসেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলেই অধীর আগ্রহের সাথে সকলেই ভোটের ফলাফল জানার জন্য অপেক্ষা করতে থাকে। ভোটে জয়নাল আবেদীন সভাপতি ও রবি হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল নারায়ণগঞ্জ সদর উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে সার পট্টি এলাকায় দৈনিক আজকের নীরবাংলা কার্যালয়ে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করতে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিনিধিসহ ভোটের সারঞ্জামাদি পাঠানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশের কয়েকটি টিম দিনভর উপস্থিত ছিলেন। ভোট দিতে আসা ভোটার ও উৎসুক কয়েকশ সাধারন মানুষ ভোট কেন্দ্রের সামনে অধীর আগ্রহে দাঁড়িয়ে তাদের প্রার্থীকে সাহস জোগাতে থাকেন। সমিতির পক্ষ থেকে সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। দৈনিক সংবাদচর্চার পক্ষ থেকে ভোটের ফলাফল ঘোষণার পরপরই মিষ্টি বিতরণ করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন, সচিব আল আমিন ও সদস্য বশির আহমেদ জানান, অত্যন্ত সুষ্ঠভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোন ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় নি। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সজাগ ছিলেন। ভোটাররাও ভোট গ্রহণে সর্বাত্মক সহযোগীতা করেছেন। এ নির্বাচনে ১৬৮ জন নিবন্ধিত ভোটার রয়েছেন। সর্বমোট ১৬৫ টি ভোট জমা হয়েছে। ভোট গ্রহণ শেষে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হয়েছে। সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। গোলাপ ফুল মার্কায় জয়নাল আবেদীন পেয়েছেন ৭৬ ভোট ও তাজুল ইসলাম পেয়েছেন ৬৮ ভোট। ৮ ভোটের ব্যবধানে জয়নাল আবেদীন সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ সভাপতি পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উড়ো জাহাজ মার্কায় ছানাউল করিম শিপলু পেয়েছেন ৭৫ ভোট ও মেহেদী হাসান পেয়েছেন ৭৪ ভোট। ১ ভোটের ব্যবধানে ছানাউল করিম শিপলু সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারন সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোরগ মার্কায় কামরুল হাসান রোমান পেয়েছেন ৪১ ভোট ও মাছ রবি হোসেন পেয়েছেন ৯৪ ভোট। ৫৩ ভোটের ব্যবধানে রবি হোসেন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ডাব মার্কায় জয়নাল আবেদীন পেয়েছেন ৬৩ ভোট ও ফ্যান মার্কায় নাছির উদ্দিন পেয়েছেন ৭৭ ভোট। ১৪ ভোটের ব্যবধানে নাছির উদ্দিন যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মোমবাতি মার্কায় লিটন পেয়েছেন ৫৪ ভোট, মই মার্কায় রাহাদ হোসেন পেয়েছেন ৪৩ ভোট ও দোয়াত কলম মার্কায় স্বপন মিয়া পেয়েছেন ৩৮ ভোট। সর্বোচ্চ ভোট পেয়ে লিটন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বই মার্কায় আব্দুর রহমান ৭৬ ভোট পেয়েছেন, আম মার্কায় জুলহাস মিয়া ৮৯ ভোট পেয়েছেন, বটগাছ মার্কায় শাহাদাৎ হোসেন ৭৩ ভোট পেয়েছেন, হরিণ মার্কায় মঞ্জু ৬৯ ভোট পেয়েছেন, টুপি মার্কায় সোহেল মিয়া ৮৩ ভোট পেয়েছেন ও হাত পাখা মার্কায় সালাউদ্দিন পাঠান ৫৬ ভোট পেয়েছেন। অধিক ভোট পেয়ে সদস্য পদে জুলহাস মিয়া, সোহেল মিয়া, আব্দুর রহমান, শাহাদাৎ হোসেন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন শেষে সকলেই একে অপরের সাথে কোলাকুলি করেন। হাসি কান্নার মধ্য দিয়েও অপূর্ব এক সম্পর্কের দৃশ্য ফুটে ওঠে।
নির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘আমি হকার ভাইদের জন্য কাজ করবো। তাদের যে কোন সমস্যায় তারা আমাকে পাশে পাবেন।’
নির্বাচিত সাধারন সম্পাদক রবি হোসেন বলেন, ‘অতীতেও আমি হকারদের নিজের ভাইয়ের মতো আপন করে নিয়েছি। ভবিষ্যতে আমি তাদের সকল অধিকার বাস্তবায়নে কাজ করবো। আমি তাদেরকে পাশে পেতে চাই। আমি তাদের সহযোগীতা চাই।’