নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি নির্বাচনী আসনে প্রায় ৪০০ সেনা সদস্য দায়িত্ব পালন করবে। জেলায় ইতিমধ্যে ৫টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু সিভিল পাওয়ার’ অনুযায়ী রিটার্নিং অফিসারের পরামর্শে ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে জাতির প্রত্যাশা মেটাতে সেনাবাহিনী বদ্ধ পরিকর।
সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা রিটার্নিং অফিসার রাব্বি মিয়ার তত্বাবধানে আন্তবাহিনী সমন্বয় সভায় এ কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল রাকিব।
ইতোমধ্যে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে সেনাবাহিনীর সদস্যদের টহল শুরু হয়েছে।
সভায় বিভিন্ন বাহিনীর প্রধানসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নির্বাচন কমিশনার ২৪ ডিসেম্বর থেকে সারাদেশে সেনা বাহিনী নিয়োগ করেছে। তারা ১ জানুয়ারী পর্যন্ত মাঠে থাকবে।