নিজস্ব প্রতিবেদক
ফতুল্লার শিবু মার্কেট এলাকায় হোম কোয়ারেন্টশন না মানায় ২ প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে অভিযান চালিয়ে উভয়কে জরিমানা করা হয়। ওই দুইজনকে বাধ্যতামূলক ১৭ দিন কোয়ারেন্টশনে পাঠানো হয়। একই দিন বন্দর উপজেলায় আরও একজন প্রবাসীকে বাইরে ঘুরতে দেখে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানায়, উভয়ের মধ্যে একজন কুয়েত ও অপরজন সৌদি প্রবাসী। প্রায় ৬/৭ দিন পূর্বে দেশে ফিরে আসলেও সরকারি নির্দেশনা না মেনে এদিক সেদিক ঘুরে বেড়িয়েছেন। প্রবাসীদের তথ্য অনুযায়ী সরজমিনে তাদের হোম কোয়ারেন্টেশনে না পাওয়ায় অভিযান পরিচালনা করে ইউএনও নাহিদা বারিক। এসময় উভয়কেই স্থানীয় দোকানে দোকানদারি করতে পাওয়া যায়।
ইউএনও নাহিদা বারিক বলেন, হোম কোয়ারেন্টেশনে না থাকার অপরাধে উভয়কে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টেশনে পাঠানো হয়েছে। বিদেশ ফেরত সকলের প্রতি আমাদের আহবান কোন অবস্থাতেই যাতে নির্দেশ তারা অমান্য না করে।
বন্দর উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার জানান, বুধবার সকাল থেকে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের খোঁজ নিতে গিয়ে মুছাপুর বারপাড়া এলাকায় এক প্রবাসীকে বাইরে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তখন ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।