আজ শনিবার, ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে ৩১০০ পিছ ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেফতার

না.গঞ্জে ৩১০০ পিছ

না.গঞ্জে ৩১০০ পিছ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ মহানগরে মাদক বিরোধী অভিযান চালিয়ে নারীসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩১০০ পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ।

বুধবার (১৭ অক্টোবর) রাতে শহরের এস এ মালেহ রোডের রিভারভিউ মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- লক্ষীপুর জেলার রাধাপুর এলাকার বদিউজ্জামানের ছেলে মোঃ ইব্রাহিম ওরফে পটল (২৬) ও তার স্ত্রী আকলিমা বেগম (২৪)। এবং তাদের সহযোগী বন্দর ফরাজিকান্দা এলাকার সৈয়দ আহম্মদের ছেলে মোঃ আকতার হোসেন ও লক্ষীপুর জেলার শহিদপুর এলাকার আব্দুল মজিদের ছেলে মোঃ লুৎফর রহমান (২১)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘ দিন যাবত শ্রমিক সেজে মার্কেটের অভ্যন্তরে কৌশলে মাদক বিক্রি করে আসছিল।

বুধবার সন্ধ্যায় মাদক বিক্রি করর সময় তাদের হাতে নাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ওই ইয়াবা উদ্ধার করা হয়েছে।