সংবাদচর্চা রিপোট:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রিকশা নিয়ে ঘুরে ঘুরে চুরি এবং ছিনতাই করছে একটি চক্র। চক্রটি যখন যা পায় তাই চুরি করে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য বড়বিনাইর চর এলাকার বেদন মিয়ার বাড়িতে চুরি করতে এসে দুই জন ধরা পড়েছে। তারা হলেন দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকার মৃত আব্দল ছবুরের ছেলে জয়নাল (৩০) ও সিরাজগঞ্জ জেলার শাজাহানপুর উপজেলার বাড়ৈপাড়া এলাকার ইসমাইল প্রামানিকের ছেলে মুহর চাঁদ (৩৫)। পরে স্থানীয়রা তাদের পুলিশের কাছে সোপর্দ করেছেন।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম সংবাদচর্চাকে জানান,চুরি করার প্রস্তুতি কালে দুই জনকে আটক করা হয়েছে। চুরি করতে এসে আরো দুইজন পালিয়ে গেছে। এরা ছেচরা চোর। রিকশায় করে ঘুরে ঘুরে চুরি করে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
জানা গেছে চোরদের আটক করতে এসে বাবুল মিয়ার ছেলে মাসুম আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।