প্রেস বিজ্ঞপ্তি
মহাসড়কে যাত্রী হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের চিটাগং রোড কাঁচপুর ও মদনপুর এলাকা হতে লক্ষাধিক টাকাসহ ১৯ জন চাঁদাবাজ গ্রেফতার করা হয়েছে । গত ৩ জুন দিবাগত রাতে নারায়ণগঞ্জের চিটাগং রোড, কাঁচপুর ও মদনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ১৯জন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মহাসড়কে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি করে আসছে। তারা আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে যাত্রীদের/রাস্তায় চলাচলরত সাধারন মানুষকে এবং বাস, অটোরিক্সা, (সিএনজি) ইত্যাদি যাত্রাবাহী পরিবহনে চাঁদাবাজি করে আসছে। সুনিদিষ্ট অভিযোগ ও গোয়েন্দা নজরধারির প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে মহাসড়কে চাঁদাবাজি করার সময় ১। মোঃ মোশারফ (৩১), ২। শামীম (৩৫), ৩। মোঃ রাব্বাী @ বাবর (৩১), ৪। মোঃ খোরশেদ আলম ইমন (৩৫), ৫। মোঃ কাজী এরশাদুজ্জামান @ এরশাদ (৩৪), ৬। আঃ কাদের @ সুমন (৩৪), ৭। মোঃ জাহাঙ্গীর আলম (৪০), ৮। মোঃ আলমগীর হোসেন (৩২), ৯। আঃ সালাম (৫০), ১০। মোঃ জিয়াউর রহমান (২৫), ১১। মোঃ মাহফুজুর রহমান (২৫), ১২। মোঃ মহসিন মিয়া ৩০), ১৩। মোঃ মুনসুর আলী (৩৮), ১৪। মোঃ আরশাদ মোল্লা (৪৭), ১৫। জহুর আকন্দ (৫২), ১৬। ওমর ফারুক (৩৩), ১৭। মোঃ হুমায়ুন কবির (৩৭), ১৮। হাসান কাউসার (২৮) এবং ১৯। মোঃ মনিরুল ইসলাম (৩০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১,০৬,০০০/- টাকা ও ১৮ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এর আগে ৩১ মে দিবাগত রাতে র্যাব-১১ এর বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ও সাইনবোর্ড এলাকা হতে মহাসড়কে চাঁদাবাজি করার সময় ১৩ চাঁদাবাজ কে গ্রেফতার করে।