আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে মহাজোটের প্রার্থীরা ঐক্যফ্রন্টের যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন

না.গঞ্জে মহাজোটের প্রার্থীরা

নবকুমার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি জোটগত ভাবে অংশ নিবে। মহাজোট গঠন করেছে আওয়ামী লীগ । এ জোটে রয়েছে জাতীয় পাটি,জাসদ,ওয়ার্কাস পাটি, যুক্তফ্রন্ট। ঐক্যফ্রন্ট গঠন করেছে বিএনপি। এ জোটে রয়েছে জামায়াত,গণফোরাম,নাগরিক ঐক্য, এলডিপিসহ বেশ কিছু দল।

নির্বাচনে অংশ নিতে নারায়ণগঞ্জের ৫ টি আসনে জোটগতভাবে অংশ নিতে ক্ষমতান আওয়ামীলীগ প্রার্থী ঘোষণা করেছে। নারায়ণগঞ্জ ৩ ও ৫ এ দুটি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।

এ দিকে গতকাল জাতীয় ঐক্য ফ্রন্টের নারায়ণগঞ্জের ৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। নারায়ণগঞ্জ ৪ ও ৫ এ আসন দু টি ঐক্যফ্রন্টের প্রার্থী দিয়েছে বিএনপি।

আগামী নির্বাচনে নারায়ণগঞ্জের ৫ টি আসনে মহাজোটের প্রার্থীরা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের সাথে মূল প্রতিদ্বন্দ্বীতা করবেন।

নারায়ণগঞ্জ ১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কাজী মনিরুজ্জামান।

নারায়ণগঞ্জ ২ (আড়াইহাজার) আসনে আওয়ামীলীগের প্রার্থী নজরুল ইসলাম বাবুর মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম আজাদ।

নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁ) আসনে মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকার মূল প্রতিন্দন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

নারায়ণগঞ্জ ৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমানের মূল প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী (জমিয়ত ওলামা দল )মাওলানা মনির হোসাইন কাশেমী।

নারায়ণগঞ্জ ৫ (সদর- বন্দর)আসনে মহাজোটের প্রার্থী (জাতীয় পার্টি) সেলিম ওসমানের মূল প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী( নাগরিক ঐক্য) এস.এম. আকরাম।

উল্লেখ্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন ৩০ ডিসেম্বব অনুষ্ঠিত হবে। প্রার্থীদের প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।