আজ রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জে পাচার কালে গাঁজা ছিনতাই

গাঁজা পাচারকালে পাচারকারীর কাছ থেকে ৩ কেজি গাঁজা ছিনতাই হয়েছে। এ ব্যাপারে গাঁজা বহনকারী ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে  আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দি নামক স্থানে।

জানা গেছে, বিশনন্দী ফেরীঘাট থেকে সিএনজি যোগে শাহাজালাল (১৮) এবং ইব্রাহীম (২০) নামে দুই যুবক একটি  ব্যাগে করে ৩ কেজি গাঁজা বহন করে আসছিল। সিএনজি টি জালাকান্দি এলাকায় পৌঁছলে ৪-৫ জন যুবক সিএনজির গতি রোধ করে ব্যাগের  ভিতরে থাকা গাঁজা গুলো ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে গাঁজা বহনকারী শাহাজালাল ও ইব্রাহীম সিএনজি চালক কে এ ঘটনার সাথে জড়িত বলে ঝগড়ায় লিপ্ত হয়। তখন সিএনজি চালক কৌশলে তাদেরকে আড়াইহাজার সিএনজি স্ট্যান্ডে নিয়ে এসে লোক জড়ো করে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা জানান ২ হাজার টাকার বিনিময়ে বি বাড়ীয়ার আলী আহাম্মদ নামে এক মাদক ব্যবসায়ীর ৩ কেজি গাজা ঢাকা বিশ্বরোড এলাকায় পৌছানোর কথা ছিল। আটককৃত শাহজালাল বি-বাড়িয়া সদরের বশি মিয়ার ছেলে এবং ইব্রাহীম একই জেলার আশুগঞ্জ থানার তাড়–য়া গ্রামের কাদির মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ