আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে নাশকতা ঠেকাতে সেনা টহল ও তল্লাশি

না.গঞ্জে নাশকতা ঠেকাতে

নিজস্ব প্রতিবেদক: একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাশকতা ঠেকাতে টহল ও যানবাহনে তল্লাশি করছে সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার (২৮ ডিসেম্বর) দুপুর ৩টা থেকে চাষাড়ার পুলিশ বক্সের সামনে সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে। এ সময় রাস্তায় বিভিন্ন যানবাহনে তারা তল্লাশি চালায়। এর আগে গত ২৪ ডিসেম্বর থেকে নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জে সশস্ত্র বাহিনীর ৪০০ সদস্য’র মোতায়েন করা হয়। এই কয়েকদিন তারা শুধুমাত্র টহল পরিচালনা করেন।

উল্লেখ্য, রবিবার (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ শেষ হয়েছে আজ সকাল আটটায় । এখন ৩০ ডিসেম্বর নির্বাচনের দিনের বাকী প্রস্তুতি সারছেন প্রার্থীরা।