সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ শহরের ১৭/৫ আল্লামা ইকবাল রোড থেকে হাসিবুল হাসান সুমন (৩৮) নামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মচারীকে ইয়াবাসহ গ্রেফতার পুলিশ৷
শুক্রবার (১০ মে) রাত সাড়ে ১০টায় তারাবির নামাজের পর সদর মডেল থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) এমরান সোর্স মারফতে খবর পেয়ে ১৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে পাওয়া নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।
আটককৃত সুমন ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দুদকের সেগুনবাগিচার হেডকোয়ার্টারে কর্মরত আছেন বলে জানা গেছে। সে শহরের ১৭/৫ আল্লামা ইকবাল রোডের বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে।
এ বিষয়ে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। সে নিজেকে দুদকের কর্মচারী বলে পরিচয় দিয়েছে। তবে সে আসলেই দুদকের কর্মচারী কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।