আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদন্ড

নারায়ণগঞ্জে তিনি মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত ।এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে৷ বুধবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আনিসুর রহমানের আদালত এ রায় ঘোষণা করেন।

সাজপ্রাপ্তরা হলেন- চট্টগ্রাম জেলার সাতকনিয়া থানার আলী হোসেনের ছেলে ফোরকান উদ্দিন (২১), একই জেলার উত্তর নয়াপাড়া গ্রামের কবির আহম্মেদের ছেলে মো. হারুন (২১) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার মৃত শাহ আলমের ছেলে শাহাজাহান (২৫)।

জেলা আদলতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ওয়াজেদ আলী খোকন জানান, মোট ১৬ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন৷

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে শান্তিধারা হকার্স মার্কেটের সামনে পুলিশ চেকপোষ্ট-২২ এর সামনে ভোর ৫টার দিকে একটি সিএনজি (নারায়ণগঞ্জ-থ- ১১-৫২৬১) তল্লাশীকালীন গ্রেফতারকৃতদের পায়ের নিচে একটি কাগজের কার্টুন এর ভেতর থেকে ৬৬, হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যার মধ্যে ৮০০ পিস ভাঙ্গা ছিল। জব্দকৃত ইয়াবার মূল্য দুই কোটি চল্লিশ হাজার টাকা।